ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মালয়েশিয়া এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ

প্রকাশিত: ১৪:০৮, ১৪ এপ্রিল ২০২৪

মালয়েশিয়া এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ

বিমান।

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটগুলোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ মালয়েশিয়ার জাতীয় গণমাধ্যম বার্নামাকে জানিয়েছে, আমরা ইরানের আকাশসীমা পরিবর্তন করছি এবং এড়িয়ে যাচ্ছি।

মালয়েশিয়া এয়ারলাইন্সসহ এয়ার ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার কান্তাস এবং জার্মানির লুফথানসা এয়ারলাইন্সও তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করেছে।

এছাড়া মধ্যপ্রাচ্য থেকে অন্তত তিনটি ফ্লাইটের যাত্রা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। 

শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে সরাসরি ইসরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান।

এসআর

×