
হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল
পৃথিবীর সব থেকে জনবহুল আবাসনে বাস করেন ত্রিশ হাজার মানুষ! বিশাল বড় ঝাঁ-চকচকে ইমারত। দূর থেকে দেখলে নজরে পড়ে শুধু জানালা আর বারান্দা। সুবিশাল সেই ইমারতের বারান্দাগুলো থেকে ঝোলে জামাকাপড়, ছোট গাছের টব। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে। দাবি করা হচ্ছে, এই বাসভবনে নাকি একসঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করেন। এ-ও দাবি করা হয়েছে, এটিই নাকি বিশ্বের সবচেয়ে জনবহুল বাসভবন। এই ইমারতের নাম হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল। -বিবিসি