ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবা-মার অপরাধে শিশুর যাবজ্জীবন

আনন্দবাজার অবলম্বনে

প্রকাশিত: ২৩:১২, ২৭ মে ২০২৩

বাবা-মার অপরাধে শিশুর যাবজ্জীবন

কথায় আছে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

কথায় আছে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে। উত্তর কোরিয়ার এমনই একটি ঘটনার খবর শনিবার প্রকাশ্যে এসেছে। বাবা-মায়ের অপরাধে দুই বছরের এক শিশুকে যাবজ্জীবন দ- দিয়েছে কিম জং উনের সরকার। খ্রিস্টান ধর্মাবলম্বী নাগরিকদের কাছে বাইবেল পাওয়া গেলে কড়া শাস্তি দেয় উত্তর কোরিয়া। যারা বাইবেল নিজেদের কাছে রাখেন তাদের মৃত্যুদ- দেওয়া হয় দেশটিতে। সেই সঙ্গে তাদের পরিবারের অন্য সদস্যরাও যাবজ্জীবন সাজা পান। তেমনই এক ঘটনায় সাজা দেওয়া হয়েছে দুই বছরের শিশুকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সে কথা। শিশুটির বিরুদ্ধে অভিযোগ, তার বাবা এবং মায়ের কাছে বাইবেল ছিল।

তাদের মৃত্যুদণ্ড দেওয়ার পর শিশুটিকে হাজতে পাঠিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা গেছে, উত্তর কোরিয়ায় গত কয়েক বছরে ৭০ হাজার খ্রিস্টানকে কারাবাসে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডও পেয়েছেন অনেকে। ওই রিপোর্টেই দুই বছরের শিশুকে সাজা দেওয়ার কথা প্রকাশ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০০৯ সালে বাইবেল নিজেদের কাছে রাখা এবং খ্রিস্টান ধর্ম পালনের অপরাধে শিশুটির বাবা-মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর থেকে সরকারের হুকুমে রাজনৈতিক কারাগারে জীবন কাটাচ্ছে শিশুটি। ২০১০ সাল থেকে উত্তর কোরিয়া শাসন করছেন কিম জং উন। একনায়ক কিমের উপরে আর কেউ কথাই বলতে পারেন না। কিমের আগেও দেশটিতে একনায়কতন্ত্রই প্রচলিত ছিল। -আনন্দবাজার অবলম্বনে।

×