ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

তুরস্কে এবার ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত 

প্রকাশিত: ২১:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্কে এবার ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত 

তুরস্কে ভূমিকম্প

তুরস্কের ফের ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্য আনাতোলিয়া অঞ্চলের নিগদে প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র কানদিলি জানায় জানায়, ইউরোপিয়ান-মেডিটারিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানায়, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে সাত কিলোমিটার গভীরে। ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে যেখানে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, সেখান থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে রোব জেলাটি অবস্থিত।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে টুইটারে বলেন, ‘এ মুহূর্তে খারাপ কোনো খবর নেই। আল্লাহ আমাদের সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।’

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। 


সূত্র: আলজাজিরা।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×