
চীনের সিচুয়ান প্রদেশের দম্পতিরা যত ইচ্ছা তত সন্তান নিতে পারবেন
চীনের সিচুয়ান প্রদেশের দম্পতিরা যত ইচ্ছা তত সন্তান নিতে পারবেন। এই অনুমতি তাদের দেওয়া হবে। কারণ চীন ক্রমাগত কমে যাওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। শুধু দম্পতিই নয়, সিচুয়ান প্রদেশের নীতিমালার পরিবর্তন অনুসারে অবিবাহিত সঙ্গীরাও এখন বেশি সন্তান নিতে পারবে। এর আগে একা নারীর সন্তান নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। ৬০ বছরের মধ্যে গত বছর চীনের জনসংখ্যা সর্বনি¤œ ছিল। কয়েক দশক ধরে চীনে এক সন্তান নীতি ছিল। ২০২১ সালে দম্পতিদের জন্য জাতীয়ভাবে তিন সন্তান নীতি চালু করা হয়। -বিবিসি