ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

লুহানস্ক দখলে মহাকাশে আনন্দ উদযাপন রুশ মহাকাশচারীদের

প্রকাশিত: ১৮:৪৮, ৪ জুলাই ২০২২

লুহানস্ক দখলে মহাকাশে আনন্দ উদযাপন রুশ মহাকাশচারীদের

আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন

ইউক্রেনের লুহানস্ক দখল রাশিয়ার। এ খবরে আনন্দ উদযাপন করেছেন রুশ মহাকাশচারীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে

রসকসমসের পক্ষ থেকে রুশ মহাকাশচারী ওলেগ আর্তেমিয়েভ, ডেনিস মাতভিব সের্গেই কোরসাকভের একটি ছবি প্রকাশ করা হয়েছে এতে দেখা গেছে, তারা হাস্যোজ্জ্বল মুখে স্বঘোষিত লুহানস্ক পিপল রিপাবলিক ডনেস্ক পিপল রিপাবলিকের পতাকা ধরে আছেন

টেলিগ্রাম অ্যাপে রসকসমস লিখেছে, এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত ধন লুহানস্ক অঞ্চলের মানুষ আট বছর ধরে দিনটির অপেক্ষায় ছিলেন আমরা নিশ্চিত, ২০২২ সালের জুলাই লুহানস্কের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

রবিবার রাশিয়া ঘোষণা করে লুহানস্ক পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন দাবি করেছে, সেনাদের জীবন রক্ষার জন্য তারা পিছু হটেছে শহরটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া

×