ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘দক্ষিণ এশিয়ায় ঘাঁটি গাড়তে পারে আইএস’

প্রকাশিত: ০৯:২৯, ২৯ নভেম্বর ২০১৯

 ‘দক্ষিণ এশিয়ায়  ঘাঁটি গাড়তে  পারে আইএস’

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, সংগঠনের নেতার মৃত্যুর পর আইএস জঙ্গীরা দক্ষিণ এশিয়ায় তাদের অভিযানের ঘাঁটি গড়ে তুলতে পারে। বুধবার মুহিউদ্দিন ইয়াসিন থাইল্যান্ডের ব্যাঙ্ককে আসিয়ান মন্ত্রীদের বৈঠকে এই সতর্কতার কথা উল্লেখ করেছেন। রয়টার্স। মধ্য এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তারা মনে করেন, অক্টোবরে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অভিযানে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি সুইসাইড ভেস্ট বিস্ফোরণে নিহত হলেও জঙ্গী গোষ্ঠীটির মতাদর্শের মূলোৎপাটন করতে দীর্ঘ লড়াই করতে হবে। মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা বিদেশ থেকে আইএস জঙ্গীদের ফেরত আসা, অনলাইন উগ্রবাদ ও সম্ভাব্য লোন-উলফ হামলা ঠেকাতে সতর্ক রয়েছে। ইয়াসিন বলেন, আমরা মনে করি বাগদাদির মৃত্যুর পর আইএসের সন্ত্রাসী কর্মকান্ডের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
×