ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতে করোনার বিধিনিষেধ প্রত্যাহার

প্রকাশিত: ১৮:৫৫, ৭ নভেম্বর ২০২২

আরব আমিরাতে করোনার বিধিনিষেধ প্রত্যাহার

আরব আমিরাত

করোনা ভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার (৬ নভেম্বর) দেশটির গণমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। আজ সোমবার থেকে নতুন এই নিয়ম কার্যকর।

বিধিনিষেধ প্রত্যাহারের ফলে এখন থেকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা আর থাকছে না এই দেশটিতে।

দেশটি জানিয়েছে, মসজিদ, উপাসনালয়, উন্মুক্ত জায়গা এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেস-মাস্ক পরা ঐচ্ছিক বলে বিবেচিত হবে। অর্থাৎ কেউ চাইলে মাস্ক পরতে পারেন, আবার না পরলেও সরকারিভাবে কোনো বাধ্যবাধকতা নেই। তবে, হাসপাতাল এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

এমএইচ

×