ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নিউইয়র্কে আহত সেই প্রবাসীর মৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ

প্রকাশিত: ২০:৩৪, ১২ এপ্রিল ২০২৪; আপডেট: ২০:৪১, ১২ এপ্রিল ২০২৪

নিউইয়র্কে আহত সেই প্রবাসীর মৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ

জাকির হোসেন খসরু।

নিউইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় মাথা ফেটে যাওয়া জাকির হোসেন খসরু (৭৬) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি গুরুতর আহত অবস্থায় তিন দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

জ্যামাইকা হাসপাতালে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান। গত ৭ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।

জানা যায়, রাস্তার দিয়ে হাঁটার সময় খসরুকে গালমন্দ করে হঠাৎ আক্রমণ করা হয়। একপর্যায়ে তাকে ধাক্কা মেরে পাকা রাস্তার ধারে ফেলে দেয়। এতে খসরুর মাথা ফেটে মগজ বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি তার। 

 

এম হাসান

×