ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মিশিগানের স্টনী ক্রেক মেট্রো পার্কে ব্যবসায়ীদের বনভোজন

যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ১২:২১, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মিশিগানের স্টনী ক্রেক মেট্রো পার্কে ব্যবসায়ীদের বনভোজন

বনভোজন অনুষ্ঠিত। 

মিশিগানের ঐতিহ্যবাহী রেষ্টুরেন্ট বিসমিল্লাহ'র মালিকপক্ষ প্রবাসী নূর মিয়া, হাবিবুর রহমান চৌধুরী ও আফজাল চৌধুরীর নেতৃত্বে এক ঝাক উদীয়মান সফল ব্যবসায়ীদের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট রাজ্যের স্টনী ক্রেক মেট্রো পার্কে এই জাকজমকপূর্ণ বনভোজনের আয়োজন করা হয়। এ সময় ব্যবসায়ীরা মেতে উঠে ফুটবল খেলা-সহ নানা আয়োজনে। এমনকি সুস্বাদু ভড়িভোজ পর্বও অনুষ্ঠিত হয়। অপরুপ সৌন্দর্য মন্ডিত বিশাল লেক ঘেষা ময়দান জুড়ে ছিল বাংলাদেশি ব্যবসায়ীসহ ভিনদেশীয় নারী-পুরুষ।

এম হাসান

আরো পড়ুন  

×