
বিফ্র করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জানিয়েছেন, আমরা পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী, শহীদ মিনারে একত্রিত হবো। ঘোষণাপত্রের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে প্যারেক মেরে দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্রের পক্ষে অবস্থান নিয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান রক্ত দিয়ে অর্জিত। এই অভ্যুত্থান আমার ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত। এই অভ্যুত্থান আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তে অর্জিত। আমরা এই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে চেয়েছি। রাষ্ট্রকে বলেছি, আমাদের যেন সাপোর্ট করা হয়। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি। আমরা বলেছি, তারা যেন আমাদের সমর্থন জানায়। যেন ঘোষণাপত্রকে গ্রহণ করে। সরকার আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে হ্যাঁ-সূচক কথা বলেছে, আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অবশ্যই শহীদ মিনারে একত্রিত হবো। সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে- এই ঘোষণাপত্রের শক্তি প্রদর্শন করব।
তিনি আরও বলেন, ৫ আগস্ট এ দেশের মানুষ রাস্তায় নেমে এসে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। গণঅভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যারা ৫ আগস্ট রাস্তায় নেমেছিলেন, আগামীকালকে (মঙ্গলবার) শহীদ ভাইদের রক্তে অর্জিত ঘোষণাপত্রের পক্ষে রাস্তায় নেমে আসবেন। ৫ আগস্টের মতো আগামীকাল কয়েকটা গণজোয়ার দেখতে চাই।
এসআর