ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০

মৃত্যুশূন্য দিনে করোনাভাইরাসে আক্রান্ত ১১

প্রকাশিত: ১৮:২৯, ৩০ জানুয়ারি ২০২৩; আপডেট: ১৮:৪৪, ৩০ জানুয়ারি ২০২৩

মৃত্যুশূন্য দিনে করোনাভাইরাসে আক্রান্ত ১১

করোনার নমুনা সংগ্রহ

গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৪৩ জনে। এসময়ে করোনায় কারও প্রাণহানি হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জন অপরিবর্তিত আছে। 

সোমবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন।

গত একদিনে ২ হাজার ৪৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৪৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ।

 

এমএস

সম্পর্কিত বিষয়: