ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মিউজিক থেরাপিস্ট

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ জুলাই ২০১৬

মিউজিক থেরাপিস্ট

ব্রিজেট সোভার একজন ‘মিউজিক থেরাপিস্ট’। ভদ্রমহিলা সঙ্গীত সৃষ্টি করেন রোগীদের হুৎকম্পনের সাহায্যে। এজন্য ব্যবহার করেন বিশেষ এক স্টেথিস্কোপ। রেকর্ড করা রোগীদের হুৎকম্পন দিয়ে বিশেষ এক সফটওয়্যার ব্যবহার করে তিনি গান তৈরি করে থাকেন। এভাবে এ পর্যন্ত ৬০ থেকে ৭০টি গান তৈরি করছেন তিনি।
×