ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

‘পুতুলনাচের ইতিকথা’  মুক্তি ১ আগস্ট

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৮ জুলাই ২০২৫

‘পুতুলনাচের ইতিকথা’  মুক্তি ১ আগস্ট

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় আবীর চট্টোপাধ্যায় ও জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। এটাকে বড় পর্দায় তুলে এনেছেন নির্মাতা সুমন মুখোপাধ্যায়। সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখার্জি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সুব্রতনাথ মুখোপাধ্যায় প্রমুখ। সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ৬ ফেব্রুয়ারি, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। উৎসবে অংশ নিতে জয়া তখন গিয়েছিলেন নেদারল্যান্ডসের রটারড্যামে। 
জানিয়েছিলেন, সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন। এবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই সিনেমার নির্মাতা সুমন মুখোপাধ্যায় খবরটি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি নিজের ফেসবুক ওয়ালে খবরটি জানিয়ে একটা পোস্ট দেন। সেখানে এই নির্মাতা লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পাচ্ছে ১ আগস্ট। অবশেষে ৭ বছর বাদে আমার ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের ছবি। এই ছবি বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে। কিন্তু নানা কারণে আটকে গেছে।  
নির্মাতা লিখেছেন, ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি তখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল...হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী ‘পুতুলনাচের ইতিকথা’। মনে হলো এতো  আমাদের সময়ের কথা। আবার উঠে পড়ে লাগলাম। শেষ পর্যন্ত সমীরণ দাস এবং ক্যালাইডোস্কোপ এগিয়ে এলো এই ছবি প্রযোজনা করতে। যদিও ২০২২-এ শূটিং শেষ করলেও প্রায় ৩ বছরের বেশি সময় লেগে গেল এই ছবি শেষ করতে। কিন্তু সবচেয়ে বড় কথা, ছবিটি মুক্তি পাচ্ছে।

প্যানেল মজি

×