ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আসছে ‘স্কুইড গেম ৩’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ১৫ জুন ২০২৫

আসছে ‘স্কুইড গেম ৩’

আসছে ‘স্কুইড গেম ৩’

‘স্কুইড গেম’ সিজন ৩ প্রকাশের আর বেশিদিন বাকি নেই। ২৭ জুন মুক্তির আগেই সিরিজটির চূড়ান্ত খেলার ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। ১৪ জুন উন্মুক্ত হওয়া এই নতুন ট্রেলারটি শুরুতেই দর্শককে নিয়ে যায় স্মৃতির পথে। যেখানে সিজন ১ ও ২-এর কিছু গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্তের ঝলক ফিরে দেখা যাবে হারিয়ে যাওয়া চরিত্রদের দুঃখ-ভরা পরিণতি। ট্রেলারের শুরুতেই এক আবেগঘন কণ্ঠে শোনা যায় খেলার প্রতিযোগী নম্বর ১৪৯, জাং গিম জার (অভিনয়ে কাং এ শিম) বক্তব্য।

সে প্রশ্ন করে, তুমি কি নিজেকেই দোষ দিচ্ছ, যা যা ঘটেছে তার জন্য ? এ দৃশ্যটিতে বুঝিয়ে দেওয়া হয় যে মূল চরিত্র সঙ গি হুন (লি জং জে) মানসিকভাবে ভেঙে পড়েছে। বন্ধুর মৃত্যু তার সামনে ঘটে গেছে, অন্যদের করুণ পরিণতিও তার হৃদয়ে ক্ষত  তৈরি করেছে।
জাং গিম জা গি হুনকে সান্ত¦না দিয়ে বলে, জীবন খুবই অন্যায়। খারাপ মানুষ সব সময় নিজেদেরকে বাঁচানোর পথ খুঁজে নেয়, আর ভালো মানুষ সামান্য ভুলের জন্যও নিজেকে দোষারোপ করে। তার এই আবেগঘন কথার সঙ্গে সঙ্গে ট্রেলারে ভেসে ওঠে আগের সিজনগুলোর হৃদয়বিদারক মুহূর্ত। সবশেষে জাং গিম জার কণ্ঠে শোনা যায়, আমি এখনো বিশ্বাস করি, তুমি আমাদের সবাইকে বাঁচাতেই এখানে এসেছো। এই বাক্যটি যেন সঙ গি হুনের ভেতরের সাহস আর উদ্দেশ্যকে নতুন করে জাগিয়ে তোলে। সে নিজের জুতা শক্ত করে বাঁধতে বাঁধতে এগিয়ে যায় শেষ খেলার দিকে।

×