
শরিফুল রাজ
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সঞ্জয় সমাদ্দারের সিনেমা ‘ইনসাফ’। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ সিনেমার টিজার। এতে ভয়ংকর এক চরিত্র ইউসুফ। এ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘এই যে ঢাকা শহরে হঠাৎ করেই এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে, এক সময়ের ত্রাস ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। খুন করার পরে নাকি সে দুধ দিয়ে গোসল করে’ ঠিক এভাবেই শুরু হয়েছে নির্মাতা সঞ্জয় সমাদ্দারের এবারের ঈদের সিনেমা ‘ইনসাফ’-এর ৮২ সেকেন্ডের টিজার।
টিজারে মাস্তান ইউসুফ অর্থাৎ রাজের কণ্ঠে শোনা যায়, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই, এমন একটা মানুষ দেখান তো। টিজার দেখেই বোঝা যায়, রাজ এখানে নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছেন। দেখতে তাকে লাগছে দুর্র্ধর্ষ। সিনেমায় রাজের বিপরীতে আছেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’-এর ঝলকে ফারিণকে দেখা গেছে আইন প্রয়োগকারী সদস্যের ভূমিকায়। টিজারের একদম শেষে অনেকটা চমকে দিয়ে হাজির হন অভিনেতা মোশাররফ করিম। ‘আমি অমানুষ মারি, মানুষ মারি না’ এমন রক্ত হিম করা সংলাপ শোনা যায় তার মুখে।
টিজার দেখে একজন মন্তব্য করেছেন, দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এই প্রথম শরিফুল রাজকে এইভাবে দেখতে পাবো বড় পর্দায়। আরেকজন মন্তব্য করেছেন, এটা সত্যিই অকল্পনীয়। ৮২ সেকেন্ডে যা দেখাইলেন তার ভেতরেই গুজবাম ক্রিয়েট করে দিয়েছে। অন্য আরেকজন মন্তব্য করেছেন রেকর্ড গড়বে এই প্রত্যাশা।
একজন মন্তব্য করেছেন, দুর্দান্ত। এবার বড় পর্দায় দেখার অপেক্ষা। বলা প্রয়োজন, ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।