
ছবি- দৈনিক জনকণ্ঠ
ভূমি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত, কুমিল্লায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে ৩ দিনব্যাপী ভূমি মেলা। ভূমি অফিস মানেই ধুলোমাখা ফাইল, দীর্ঘ অপেক্ষা আর জটিলতা এই পুরনো ধারণা বদলে দিচ্ছে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘ভূমি মেলা’।
ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ভূমি সেবা এখন চলে এসেছে হাতের মুঠোয়, হয়ে উঠেছে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই তিন দিনব্যাপী ভূমি মেলায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মাধ্যমে তরুণ প্রজন্ম ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে শিক্ষা পাচ্ছে, যা তাদের ভবিষ্যতে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
মেলায় অংশ নিয়েছে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা হাই স্কুল ও কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা। তারা ঘুরে দেখেছে— ভূমি উন্নয়ন কর, নামজারি, জমাখারিজ, রেকর্ড রুমসহ আধুনিক ভূমি সেবা কার্যক্রমের বিভিন্ন স্টল। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিচ্ছেন কর্মকর্তারা, দেওয়া হচ্ছে লিফলেট ও প্রদর্শনী ভিডিও।
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আগে কিছুই জানতাম না। আজ এখানে এসে অনেক কিছু শিখলাম, যা ভবিষ্যতে কাজে লাগবে।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মানহা ও তার সহপাঠীরা বলেন, ‘ভূমি অফিসের কাজ এত সহজে করা যায়, তা জানতাম না। এসিল্যান্ড আপা আমাদের অনেক ভালোভাবে বুঝিয়েছেন।’
কুমিল্লা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র জাহিদ হোসেন বলেন, ‘আগে ভাবতাম ভূমি অফিস মানেই ভোগান্তি। এখন অনলাইনে ঘরে বসেই নামজারি করা যায়- বিষয়টা চমকপ্রদ।’
আর কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী তাইফ ইয়াসার বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে খতিয়ানসহ প্রায় সবকিছু পাওয়া যাচ্ছে। এখানে না এলে বুঝতেই পারতাম না।’
মেলায় স্থাপন করা হয়েছে পৃথক ৮টি স্টল- ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ভূমি জরিপ, ভূমি অধিগ্রহণ, রেকর্ড রুম, ভিপি সেল, গণশুনানি ও ভূমি রেজিস্ট্রেশন। প্রতিটি স্টলে তাৎক্ষণিক সেবা দেয়া হচ্ছে আগত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। রয়েছে একটি হেল্প ডেস্কও।
এই কার্যক্রমের সার্বিক তদারকিতে রয়েছেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, যার সরাসরি অংশগ্রহণে শিক্ষার্থীরা ভূমি ব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে জানতে পারছে। তার সঙ্গে রয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবিদা আল আকসার আশা।
তানজিনা জাহান বলেন, ‘ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের ভূমি ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে আমরা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করতে চাই।’ তিনি বলেন, ‘ভিডিও প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৫ মে সকালে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মুস্তফা, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া জেলার অন্যান্য ১৬টি উপজেলাতেও একই সময়ে ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে।
নোভা