ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ইতালির জেনোভা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলো জাবিপ্রবি’র ঐশী

সংবাদদাতা, মেলান্দহ (জামালপুর)

প্রকাশিত: ১৩:২৯, ২৮ মে ২০২৫

ইতালির জেনোভা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলো জাবিপ্রবি’র ঐশী

ইতালির অন্যতম প্রাচীন ও গবেষনাধর্মী জেনোভা বিশ্ববিদ্যালয়ে ২ বছরের জন্য মাস্টার্স পোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আনিকা সিয়ামিন ঐশী৷ তিনি জেনোভা ইউনিভার্সিটি থেকে ২০২৫- ২৬ শিক্ষাবর্ষে ইন্টারনেট এন্ড মাল্টিমিডিয়া ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করবেন।

টাঙ্গাইলের সদর উপজেলার আইনজীবী মো. সোলায়মান হোসেন ও আইনজীবী শাহ্ জান্নাতুল ফেরদৌসের সন্তান আনিকা সিয়ামিন ঐশী। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্নাতক পরীক্ষায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩.৯১ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন।

বর্তমানে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত৷ জার্নালে তার গবেষণাপত্র Attention Deficit Hyperactivity Disorder identification: FMRI data analyzed with CNN and seed-based approach প্রকাশিত হয়েছে। যা তার স্কলারশিপে মূল সহায়ক ছিলো বলে জানান ঐশী৷

এজন্য আইইএলটিএস, টোপেল কিংবা জিআরই দিতে হয়নি তাকে৷ ফুল ফান্ডেড এই স্কলারশিপে টিউশন ফি মওকুফের পাশাপাশি, ফ্রি ডরমিটরি ও লিভিং এলোয়ান্স (স্টাইপেন) প্রদান করবে ইউনিভার্সিটি অথরিটি৷ 

ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার বিষয়ে আনিকা সিয়ামিন ঐশী জনকন্ঠকে বলেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত৷ আমার এই অর্জনের পেছনে যদি কারো অবদান সবচেয়ে বেশি থাকে তা হলো আমার মা-বাবার দোয়া। তাদের দোয়াই ছিল আমার সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবনে সাফল্য অর্জন করতে হলে কেবল কঠোর পরিশ্রমই নয়, বরং মহান আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও পূর্ণ আস্থা থাকা সবচেয়ে জরুরি।’

সজিব

×