ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

৭ মাস ধরে ইডেনের ছাত্রীকে আটকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল

প্রকাশিত: ১৪:৫৫, ২০ মে ২০২৫

৭ মাস ধরে ইডেনের ছাত্রীকে আটকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল

ছবি: সংগৃহীত।

ইডেন কলেজের এক ছাত্রীকে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ মে) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর রাত ২টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোবেলকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে জোর করে টেনে নিচ্ছেন। ওসি জানান, ভিডিওতে দেখা যাওয়া নারীই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে মেয়েটির পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে পুলিশে অভিযোগ করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে নোবেল একটি মাইক্রোবাস ভাড়া করে দেশত্যাগের চেষ্টা করছিলেন। তবে তার আগেই তাকে আটক করা সম্ভব হয়।

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন, পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে পৃথক মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের ভিডিও ধারণ করে নোবেল ভুক্তভোগীকে ব্ল্যাকমেইলও করেছেন।

নুসরাত

×