
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। গুজবের সূত্র হিসেবে 'Regular360' নামের একটি ভুয়া ওয়েবসাইটের নাম উল্লেখ করা হয়। যেখানে দাবি করা হয় পরীমণি মারা গেছেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এটি প্রচারিত হয়েছে।
গুজবের পরিপ্রেক্ষিতে পরীমণি সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে এসে নিজের সুস্থতার কথা জানান। তিনি বলেন, "সারাদিন ফ্যাশন ব্র্যান্ড 'বডি'র শুটিং করেছি। ইচ্ছা ছিল টিমের সবাইকে নিয়ে লাইভ করব। কিন্তু সকালের গুজব আমাকে অস্বস্তিতে ফেলেছে। অনেকে আমার মৃত্যুর খবর জানতে ফোন করেছেন।" তিনি আরও বলেন, "যদি কখনো কিছু হয়, আমি নিজেই ফেসবুকে জানিয়ে দেব।"
লাইভে পরীমণি বলেন, "আমি চার বছর আগে চিল্লাইয়া চিল্লাইয়া বলেছি, এখনও বলছি আমি আত্মহত্যা করব না। আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই। যদি কখনো আমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে সবাই বুঝবেন আমাকে হত্যা করা হয়েছে।" তিনি আরও বলেন, "যারা বেশি ভিউয়ের আশায় জীবিত মানুষকে মেরে ফেলেন, তাদের উপার্জন গলা দিয়ে নামে কীভাবে?"
পরীমণি অভিযোগ করেন, "কিছু বিষয় থেকে সবার দৃষ্টি সরানোর জন্য আমাকে বেছে নেওয়া হয়। যখন কোনো নিউজ খুঁজে না পায়, তখন আমাকে নিয়ে গুজব ছড়ায়।" তিনি বলেন, "মৃত্যুর গুজব ছড়ানোর পর যদি কোনো প্রতিক্রিয়া না পাই, তাহলে হয়তো আরও কিছু করা হতে পারে।" তিনি ভুয়া সাংবাদিকদের উদ্দেশে বলেন, "নিউজের শিরোনামের জন্য অন্য কিছু খুঁজে পান না?"
এসইউ