ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ

প্রকাশিত: ১২:২০, ১৮ মে ২০২৫

আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাল্লাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সালমান মুক্তাদির বলেন, "আমার আরও বড় হওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।" তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশে তার স্বপ্ন পূরণের পর তিনি বিদেশে চলে যাবেন।

দেশ ছাড়ার বিষয়ে তিনি বলেন, "এটা আবেগের বিষয় নয়, বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত। বিদেশে পরিবার গঠন, জীবনযাত্রার মান ও পরিবেশ ভালো হওয়ায় আমি সেখানে যেতে চাই।" তবে, তিনি উল্লেখ করেন, বিদেশে গিয়ে যদি দেশের জন্য কিছু করার সুযোগ পান, তাহলে করবেন।

উল্লেখ্য, সালমান মুক্তাদির বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রেখেছেন।

এসইউ

×