ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিনেমামুখী টিভি তারকারা

নাজমুন নাহার নিশি

প্রকাশিত: ১৮:৩৪, ৭ মে ২০২৫; আপডেট: ১৯:১০, ৭ মে ২০২৫

সিনেমামুখী টিভি তারকারা

মোশাররফ করিম

একটা সময় সিনেমায় একাধিক নায়কের মধ্যে প্রতিযোগিতা দেখা যেত। নব্বই দশকে সালমান শাহ, মান্না, ওমর সানী, আমিন খান, ইলিয়াস কাঞ্চন, রুবেলসহ অনেক নায়ক এক সঙ্গে সিনেমায় কাজ করেছেন। নব্বই দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখেন ঢালিউড কিং শাকিব খান। সময়ের পরিক্রমায় সিনেমায় এখন শুধু শাকিরই এক মাত্র নায়ক, যিনি চলচ্চিত্রকে টেনে নিচ্ছেন। তার সঙ্গে প্রতিযোগিতা  করার জন্য সিনেমার আর কোনো নায়ক নেই। এ নায়কের সঙ্গে এখন ঈদ উৎসবে টিভি তারকরাই প্রতিযোগিতা করছেন। অনেকেই বলেন, গত ঈদে শাকিবের সঙ্গে ছোটপর্দার আফরান নিশোর প্রতিযোগিতা দেখা যায়।
এছাড়া এখন নিশোর বাইরে ছোটপর্দার অন্য তারকারাও নিয়মিত সিনেমামুখী হয়ে উঠছেন। অথচ ঢাকাই সিনেমা নিয়ে একসময় নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে বেশ অনীহা ছিল। বিশেষ করে বাণিজ্যিক সিনেমার কথা শুনলে ছোটপর্দার কুশীলবরা পিছিয়ে যেতেন। কিন্তু এখন সময় পাল্টেছে।
ইতোমধ্যেই সিনেমায় নাম লিখিয়েছেন নাটকের নতুন-পুরাতন অনেক অভিনয়শিল্পী। শুধু শিল্পীই নন, ছোটপর্দার পরিচালকরাও এখন বাণিজ্যিক সিনেমা নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন। যারা নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেই হাত পাকিয়েছেন। এখন তারা বড় পর্দায় নিজেদের প্রতিভার চর্চা করছেন। এরই মধ্যে যেকটি সিনেমা ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছে, সেগুলোর মধ্যে নাটকের শিল্পীদের উপস্থিতি রয়েছে। শুধু তাই নয়, প্রধান চরিত্রেই থাকছেন সেসব শিল্পী। বর্তমানে নাটকের শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, আব্দুন নূর সজল, আফরান নিশো, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, রাফিয়াত রশীদ মিথিলা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।

তাসনিয়া ফারিণ
মোশাররফ করিম গত কয়েক বছরে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। গত ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা। আসন্ন ঈদুল আজহায়ও মুক্তি পেতে যাচ্ছে ‘ইনসাফ’ নামে এ অভিনেতার আরও একটি সিনেমা। গত বছর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। এরই মধ্যে শেষ করেছেন ‘ইনসাফ’ নামে একটি বাণিজ্যিক সিনেমার কাজ। আসন্ন ঈদুল আজহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমার মধ্য দিয়েই ঈদের নায়িকা ও ফর্মুলা সিনেমার নায়িকা হিসাবে প্রথমবার পর্দায় হাজির হবেন এ অভিনেত্রী।  
বর্তমানে নাটকে একেবারেই অনিয়মিত আজমেরী হক বাঁধন। সিনেমাতেই তিনি মনোযোগী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মাস্টার’ ও ‘এশা মার্ডার : কর্মফল’ নামে দুটি সিনেমা। জানা গেছে, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কুরবানি ঈদে। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ নামে একটি বাণিজ্যিক সিনেমা দেখা যাবে তাকে।  যদিও তার অভিনয় প্রসঙ্গে পরিচালক ও প্রযোজনা সংস্থা থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, এ বিষয়ে অভিনেত্রীও মুখ খুলতে নারাজ। নাটকের অভিনেতা আব্দুন নূর সজলও এখন সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত।  গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জ্বিন-৩’।  এছাড়াও গত বছর শেষ করেছেন ‘ঋতুকামিনী’ নামে আরও একটি সিনেমার কাজ। চলতি বছর এটি মুক্তি পেতে পারে।
চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পেয়েছে রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এছাড়াও গত বছরে মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর ‘কাজলরেখা’ নামে আরও একটি সিনেমা। ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন তিনি।

 সাবিলা নূর
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও এখন মনোযোগ দিয়েছেন সিনেমায়। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাজলরেখা’ গত বছর মুক্তি পায়। সম্প্রতি জানিয়েছেন, নতুন আরও একটি বাণিজ্যিক সিনেমায় যুক্ত হয়েছেন। মেহজাবীন চৌধুরীও এখন সিনেমা নিয়ে ব্যস্ত। তবে তাকে মসলাদার বাণিজ্যিক সিনেমায় এখনো দেখা যায়নি। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তার অভিনীত কলকাতার সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুর দিকে। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান তো এখন সিনেমারই অভিনেত্রী। এছাড়াও সিনেমায় কাজ করার জন্য অপেক্ষায় আছেন তানজিন তিশা, কেয়া পায়েল, সাফা কবির, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনীসহ নাটকের অনেক অভিনয়শিল্পী।
এ প্রসঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা বলেন, ‘সময় এখন বদলে গেছে। সিনেমা এখন আর এফডিসির মানুষের কাছে নেই। গেল কয়েক বছর হিট সিনেমা উপহার দিচ্ছেন টিভি নির্মাতারা। তাই তারা টিভি নাটকের শিল্পীদের নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।’

প্যানেল

×