
ছবিঃ সংগৃহীত
প্রীতম হাসান ইতিমধ্যেই গান এবং অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। থেমে নেই গানের পাশাপাশি এখন অভিনয়েও সরব গায়িকা জেফার রহমান। তবে নতুন খবর হলো, এবার প্রথমবারের মতো অভিনয়ে জুটি হতে চলেছেন তারা। একটি রোম্যান্টিক ওয়েব ফিল্মে তাদের দেখা যাবে। ফিল্মটির নাম ‘তুমি আমি শুধ’। এটি পরিচালনা করবেন, আলোচিত নির্মাতা শিহাব শাহীন।
এই প্রজেক্টটি দুই বছর আগে চূড়ান্ত করা ছিল বলে জানিয়েছেন শিহাব শাহীন। অবশ্য জেফারকে নিয়েই কাজটি করার কথা ছিল বলে জানান তিনি। যদিও তখন জেফার অভিনয়ে আসেনি। তিনি বলেন, ‘প্রীতম এবং জেফারকে নিয়ে একটা নতুন জুটি তৈরি করার পরিকল্পনা থেকেই তাদের দুজনকে কাস্ট করা।’তবে কাস্টিংয়ে আরো কিছু চমকও রয়েছে বলেও জানা যায়।
আগামী ৪ মে ঢাকাতে শুরু হবে এই ওয়েব ফিল্মের শুটিং। ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হবে এর চিত্রায়ন। ওয়েব ফিল্মটি নির্মিত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। সব ঠিক থাকলে, আসছে ঈদেই মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
আরশি