
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর নাম জড়িয়ে পড়েছে অর্থ আত্মসাতের এক মামলায়। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে তলব করেছে ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদের রিয়েল এস্টেট কোম্পানি 'সাই সূর্য ডেভেলপারস' ও 'সুরানা গ্রুপ'-এর বিরুদ্ধে বড় অঙ্কের প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রতিষ্ঠান দুটোর মাধ্যমে জমি কেনায় প্রতারিত হয়েছেন বহু সাধারণ মানুষ। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মহেশ বাবু, যার জনপ্রিয়তাকে ব্যবহার করে প্রচার চালানো হয়েছিল।
তদন্তে জানা গেছে, সাই সূর্য ডেভেলপারস অভিনেতাকে প্রায় ৬ কোটি টাকা পরিশোধ করেছে। এর মধ্যে সাড়ে ৩ কোটি টাকা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হলেও বাকি আড়াই কোটি টাকা নগদে দেওয়া হয়—যা ইডির সন্দেহের কেন্দ্রবিন্দুতে। ইডি ধারণা করছে, এই নগদ লেনদেন রিয়েল এস্টেট কেলেঙ্কারির অংশ হতে পারে।
ইতোমধ্যে হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদের চারটি স্থানে অভিযান চালিয়েছে ইডি। মামলাটি ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্তাধীন রয়েছে।
যদিও মহেশ বাবুর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ নেই, তবে তার প্রচারে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে দাবি করছে তদন্ত সংস্থা। তাই পুরো চিত্র স্পষ্ট করতে জিজ্ঞাসাবাদে ডাকা হয়েছে এই তারকাকে।
সূত্রঃ আনন্দ বাজার
রাজু