ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফাগুনে আগুন সাজে রুনা খান

প্রকাশিত: ১০:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ফাগুনে আগুন সাজে রুনা খান

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রুণা খান অভিনয় দক্ষতার জন্য যেমন প্রশংসিত, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয়। ভক্তদের সঙ্গে নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতেও ভালোবাসেন তিনি।

সম্প্রতি, নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন রুণা খান। ছবিগুলোতে তাকে দেখা গেছে আকর্ষণীয় লুকে—লাল জামদানি শাড়ি, হালকা গহনা আর মানানসই ব্লাউজে যেন সৌন্দর্যের অনন্য সংযোজন! এই লুকেই তিনি ভক্তদের হৃদয় জয় করেছেন।

ছবিগুলোর সঙ্গে রুণা খান একটি দারুণ ক্যাপশনও দিয়েছেন, যা মুহূর্তেই নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। পোস্টটি শেয়ার করার পর থেকেই কমেন্ট ও রিয়্যাকশনের বন্যা বয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, রুণা খান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি ছোট ও বড় পর্দায় সমানভাবে সফল। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও, চলচ্চিত্রেও রেখেছেন শক্তিশালী অবস্থান।

তিনি হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেছেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া লাল জামদানির এই ছবি যেন তার জনপ্রিয়তার আরও এক নতুন প্রমাণ। 

শিলা ইসলাম

×