ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন: আগামী মাসেই জ্বালানি তেলের বাণিজ্যিক পরিবহন শুরু

প্রকাশিত: ০৯:২৮, ১২ মে ২০২৫; আপডেট: ০৯:৩৩, ১২ মে ২০২৫

চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন: আগামী মাসেই জ্বালানি তেলের বাণিজ্যিক পরিবহন শুরু

ছবি: সংগৃহীত

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবহন ব্যয় কমবে, অন্যদিকে চুরি ও অপচয় বন্ধ হয়ে জ্বালানি খাতে বছরে সাশ্রয় হবে প্রায় ২৩৬ কোটি টাকা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত স্থাপিত ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল পরিবহন করা হবে। ইতোমধ্যে পাইপলাইনে আড়াই কোটি লিটার তেল পাম্প করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে কমিশনিং কার্যক্রম। কমিশনিং সফল হলে আগামী মাসের শুরু থেকেই পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান জানান, কমিশনিং প্রক্রিয়া সম্পন্ন হলে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে ফাইনাল টেস্টিং ও স্ক্যাডা-পিএলসি সিস্টেম যাচাই।

তেল পরিবহনের জন্য বিশেষভাবে গঠিত ‘পেট্রোলিয়াম ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড (পিটিসি পিএলসি)’ অপারেশন পরিচালনার দায়িত্বে থাকবে। বছরে প্রাথমিকভাবে ২৭ থেকে ৩০ লাখ টন ডিজেল পরিবহন করা যাবে, যা ভবিষ্যতে ৫০ লাখ টন পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে।

এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। জলপথ, রেলপথ ও সড়কপথে জ্বালানি তেল পরিবহনের তুলনায় এই ব্যবস্থা অধিক নিরাপদ, কম ব্যয়বহুল এবং সময়সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দীর্ঘ এ পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=0GQAHBaIcjY

রাকিব

আরো পড়ুন  

×