ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

সৌদি আরবে ফ্যাশন শো মাতালেন তারকারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ১৪ নভেম্বর ২০২৪

সৌদি আরবে ফ্যাশন শো মাতালেন তারকারা

বিশ্বের বিভিন্ন দেশের তারকারা

সম্প্রতিই সৌদি আরবের রিয়াদ শহরে জমে উঠেছিল এক তারার মেলা। গত বুধবার সন্ধ্যায় বিশ্বের এক ঝাঁক তারকারা জড়ো হন রিয়াদের এক অভিজাত হোটেলে।  এক জমকালো ফ্যাশন শো-এর আয়োজনে।

বিশ্বের আর দশটি ফ্যাশন শো যেমন হয়, সেখানেও একইরকম ছিল সেখানকার দৃশ্য। বোঝার উপায় নেই, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির বিস্তর ফারাক রয়েছে। পশ্চিমা স্টাইলে উদ্দাম র‍্যাম্পিং, ক্যাটওয়াক- যাবতীয় আয়োজন ছিল সেখানে।

মূলত ইসলামি বিধিবিধানে চলে সৌদি আইন। সেখানে কঠোর আইন রয়েছে পোশাক পরিধানের ওপর। এরই মধ্যে অর্ধনগ্ন হয়ে মডেল ও অতিথিদের সেই ফ্যাশন-শোয়ে নানা পরিবেশনায় অংশ নিতে দেখা গেল।

সেই ফ্যাশন শো-এ রাখা হয় বাড়তি চমক। সংগীতশিল্পী সেলিন ডিওন, পপ আইকন জেনিফার লোপেজ, হলিউড অভিনেত্রী হ্যালি বেরির মতো তারকারা ছিলেন সেখানকার মধ্যমণি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের খবর, রিয়াদের এই জমকালো ফ্যাশন শো-এর কারিগর এলি সাব। তিনি সৌদির একজন ফ্যাশন ডিজাইনার। তার ক্যারিয়ারের ৪৫ বছর পূর্তি হওয়ায় এই আয়োজন। এদিন মঞ্চে এলি সাবের ৩০০টি ডিজাইনের পোশাক পরে হাজির হন মডেলরা। সেই প্রদর্শনীতে মধ্যপ্রাচ্যের লোককাহিনি ‘আরব্য রজনীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর সিলভার এবং নীল রঙের পোশাক প্রদর্শন করা হয়। যেখানে এলি সাব লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানান।  লেবানিজ গায়িকা ন্যান্সি আজরাম এবং মিসরীয় তারকা আমর দীবকে দিয়ে গান পরিবেশন করান। এরপর গায়িকা সেলিন ডিওন পারফর্ম করেন, এতে দর্শকদের ব্যাপকভাবে মেতে ওঠেন তার গানে। মূলত সেলিন ডিওনের পারফরম্যান্স দিয়েই শেষ হয় এদিনের শো।

শহিদ

×