ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সেরা মঞ্চাভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ৭ ডিসেম্বর ২০২৩

সেরা মঞ্চাভিনেতার অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান

মো. কামরুজ্জামান মিল্লাত

নিউইউইয়র্কে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত  ১৩তম ‘এনআরবি তারকা অ্যাওয়ার্ড-২০২৩’ এ বেস্ট থিয়েটার অ্যাক্টর অ্যাওয়ার্ড লাভ করেন বাংলাদেশের অভিনেতা এবং থিয়েটার আর্ট ইউনিটের সমন্বয়ক মো. কামরুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিক ইউএসএ। লক্ষ্মীর পালা, কোর্ট মার্শাল (মেজর খান), গোলাপজান (সাল্লুর বাপ), বার্থ ফ্যান্টাসি, আমিনা সুন্দরী (গায়েন ও ভোলা সওদাগর), স¦প্ন দেখো মানুষ (মাস্তান), ছায় চক্র (বাবা) প্রভৃতি নাটকে প্রধানতম চরিত্রে রূপদান করা অভিনেতা মো. কামরুজ্জামান মিল্লাত, কোর্ট মার্শাল নাটকে মেজর খান চরিত্রে অনবদ্য অভিনয় করায় শো টাইম মিউজিক ইউএসএ জুরি বোর্ডের বিবেচনায় তিনি মনোনীত হন এবং পুরস্কার লাভ করেন।

পুরস্কারটি মো. কামরুজ্জামান মিল্লাতের হাতে তুলে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী চিত্রনায়িকা মৌসুমী। মো. কামরুজ্জামান মিল্লাত বলেন, আন্তর্জাতিক বলয়ে প্রবাসী বাঙালি এবং বিদেশী দর্শকের উপস্থিতিতে আমার এই বেস্ট থিয়েটার আক্টর অ্যাওয়ার্ড গ্রহণ, থিয়েটারের পরিশ্রমের মূল্যায়ন এবং বিশ্ব নাট্যে বাংলা নাটকের অংশগ্রহণের আনন্দের উদ্যাপন। অভিনেতা মো. কামরুজ্জামান মিল্লাত দেশের পাশাপাশি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা, সুইডেনের স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অভিনয় করেছেন। ইতোমধ্যে তার অভিনীত মঞ্চায়ন ৬শ’ রজনী অতিক্রম করেছে।

×