ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মুক্তির আগেই ঝড়

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:৫৪, ৩০ নভেম্বর ২০২৩

মুক্তির আগেই ঝড়

সন্দীপ রেড্ডি

বলিউডে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় দ্বিতীয় ছবি অ্যানিমাল। আগামী ১ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রণবীর কাপুর অভিনীত ছবিটি দেখার জন্য ইতোমধ্যেই মুখিয়ে ভক্তরা। ট্রেলারেই এমন বাজিমাত করেছে যে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। এমন রণবীরকে আগে কখনো দেখেনি কেউ। শুধু তাই নয়, ছবির পোস্টার থেকে ডায়লগ সবই হিট। মুক্তির আগেই এটি ঝড় তুলেছে। তবে সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে শুধু প্রাপ্তবয়স্কদের জন্য বলেছেন। একইসঙ্গে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে পাঁচটি পরিবর্তন করতেও নির্দেশ দিয়েছেন। তারা টিমকে যে পরিবর্তনগুলো করতে বলেছে, তার মধ্যে একটি হলো অন্তরঙ্গ দৃশ্যের দৈর্ঘ্য কমানো। বিজয় এবং জোয়ার অন্তরঙ্গ দৃশ্যগুলোও সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

ছবিতে রণবীর এবং রশ্মিকার চরিত্রগুলোর নাম বিজয় এবং জোয়া। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি হুয়া ম্যায় গানটিতে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট করেছেন এই জুটি। 
এই নির্দেশনা ছাড়াও সেন্সর বোর্ড চলচ্চিত্র পরিচালককে কিছু শব্দ, পোশাক, ডায়লগ প্রতিস্থাপন করতে বলেছে। একটি সাক্ষাৎকারে, পরিচালক বলেন যে, তিনি খুশি যে অ্যানিমাল একটি ‘অ’ সার্টিফিকেট পেয়েছে এবং যেহেতু ছবিটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি তাই এটাই প্রাপ্য। তিনি আরও জানান যে তিনি তার নিজের ছেলেকেও ছবিটি দেখাতে নিয়ে যাবেন না। অ্যানিমাল ছবিতে তিন ঘণ্টা ২৩ মিনিট সময় ধরে এমন দৃশ্য দেখা যাবে যার কিছু কিছু বিষয় আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। এতটা দীর্ঘ ছবি সম্পর্কে বলতে গিয়ে, চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘অ্যানিমাল প্রথম এডিটের পর ৩ ঘণ্টা ৪৫ বা ৪৬ মিনিটের দাঁড়িয়েছিল। 
আমি তারপর সেটা ৩.২১ পর্যন্ত এনেছি। আমি ছবিটি একাধিকবার দেখেছি এবং এটি দীর্ঘ সময়ের হলেও মানুষের ভালো লাগবে। রণবীর একজন দুর্দান্ত অভিনয়শিল্পী এবং দর্শকদের এক সেকেন্ডের জন্যও বোর হতে দেবেন না।’

×