ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রাজনীতির মঞ্চে ডলি সায়ন্তনী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২৮ নভেম্বর ২০২৩

রাজনীতির মঞ্চে ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী

রাজনীতির খাতায় নাম লেখালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তিনি। এ দলের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি অংশ নিচ্ছেন বলে জানান। এরইমধ্যে পাবনা-২ আসন থেকে রবিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন ‘হে যুবক’ খ্যাত গায়িকা। ডলি সায়ন্তনী বলেন, আমাদের শোবিজের অনেকেই রাজনীতির সঙ্গে এখন জড়িত আছেন। তারা তাদের জায়গা থেকে ভালো কাজও করছেন। আমিও আমার পাবনার জনগণের জন্য কিছু করার স্বপ্ন দেখি। রাজনীতির সঙ্গে থাকলে সোশ্যাল ওয়ার্ক করা অনেক সহজ হয়। এছাড়া নতুন দল হিসেবে বিএনএমকে আমার পছন্দ হয়েছে।

আমার বিশ্বাস এ দলটি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ এদিকে গুঞ্জন আছে বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন ডলি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এমন কথা বাজারে থাকলেও, বিষয়টি একদমই ঠিক না। এই আলোচনাটা কেন হয়, আমি জানি না। আমি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এই প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলাম।’  প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে বিনোদন জগতের অনেক তারকাই অংশ নিচ্ছেন। আসাদুজ্জামান নূর, মমতাজ ও ফেরদৌস আওয়ামী লীগ থেকে ভোট করছেন।

×