শাহরুখ খান ও আজমেরী হক বাঁধন
বলিউড ছবি ‘খুফিয়া’। বিশাল ভদ্বরাজের এ সিনেমায় অভিনয় করতে গিয়েই সেই ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচয় হয় আজমেরী হক বাঁধনের। এবার জানা গেল, বাঁধনের এ ছবিতে আছেন শাহরুখ খানও।
নির্মাতা জানালেন, সিনেমাটিতে ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে বলিউড বাদশা শাহরুখ খানকেও দেখা যাবে!
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ বলেন, আমরা একসঙ্গে কাজ করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি। এমন কী ‘জওয়ান’ সিনেমার পরও আমাদের মাঝে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। ভক্তরা যখন শাহরুখ-বিশালকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করছেন, তখন সুপারস্টারকে (শাহরুখ) ‘খুফিয়া’ সিনেমায় ‘ইনডিরেক্ট ক্যামিও’ চরিত্রে দেখতে পাবেন।
২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ‘খুফিয়া’ সিনেমাটির শুটিং করেছিলেন বাঁধন। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে ছবিটি মুক্তি পাবে।
এসআর