ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব

প্রকাশিত: ২১:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৩

বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব

অভিনেতা নিলয় আলমগীর

প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর খবর উঠে আসছে শিরোনামে। কিছু বুঝে উঠার আগেই আক্রান্ত হচ্ছেন মানুষরা। শোবিজেরও অনেক তারকা আক্রান্ত হচ্ছেন এই ডেঙ্গুতে।

কয়েকদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শাহনূর। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা। আর এবার ডেঙ্গু আক্রান্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন এ অভিনেতা। তারপর ডেঙ্গু পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে। এ কারণে বাধ্য হয়ে শুটিং বন্ধ করে বিশ্রাম নিতে হচ্ছে তাকে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক স্ট্যাটাসে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।

নিলয় লিখেছেন, ‘আজকে জ্বর যখন কমে আসলো তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডা. বললো আরও কিছুদিন রেস্টে থাকতে হবে। খুব ইচ্ছা ছিলো শুটিং শুরু করব। কিন্তু সম্ভব হচ্ছে না, কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো, সবার লসের জন্য স্যরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।’ 

প্রসঙ্গত, ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে অভিষেক হয় নিলয়ের। এরপর একাধারে নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। 

মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমায় দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়। সবশেষ ২০১৪ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় দেখা গেছে এ অভিনেতাকে।

এস

×