
সিনেমা কিসি কা ভাই কিসি কি জান
চলতি বছরের ২৫ জানুয়ারি বিশ্বজুড়ে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তি পেলেও দীর্ঘ অপেক্ষার পর নানা বাধা-বিপত্তি কাটিয়ে গত ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। তখন শাহরুখ ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করলেও এখন সময় সালমান খান ভক্তদের।
বলিউড ভাইজান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স আমদানি করছে সিনেমাটি। সিনেমাটি আনার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দেয়ার প্রেক্ষিতে বুধবার (৩১ মে) অনুমতি দেয় মন্ত্রণালয়।
এ ব্যাপারে আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আমদানির বিপরীতে এখান থেকে ভারতে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা যাবে।
এর আগে ঢাকাই চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে ভারতীয় সিনেমা বাংলাদেশে আমদানির অনুমতি দেয় সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানায় মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় ‘পাঠান’-এর পর এবার দ্বিতীয় সিনেমা হিসেবে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।
ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় সালমান খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, রাঘব জুয়াল, শেহনাজ গিল, ভূমিকা চাওলা। এছাড়া এতে ক্যামিও রোলে দেখা যাবে আরআরআর তারকা রামচরণকে।
এমএস