ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কাল থেকে ধারাবাহিক ‘শার্লক হোমস’

প্রকাশিত: ০৯:৪২, ২৯ আগস্ট ২০১৯

কাল থেকে ধারাবাহিক ‘শার্লক হোমস’

সংস্কৃতি ডেস্ক ॥ স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রতি শুক্রবার রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক ‘শার্লক হোমস’। শার্লক হোমস একজন প্রাইভেট ডিটেক্টিভ, যিনি তার কাছে আসা কেইসসমূহের পর্যবেক্ষণ ও সেগুলোর তত্ত্ব-উপাত্তের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে চমৎকারভাবে সেই ঘটনাগুলোর সমাধান করেন। এবং এই কাজটি তার কাছে নেশার মত। মামলাগুলোর নিষ্পত্তিকরণের সময় তাকে বিভিন্ন ধরণের কঠিনসব পরিস্থিতির সম্মুক্ষিণ হতে হয়। শত বাধাবিপত্তি সত্ত্বেও তিনি তার চমৎকর বুদ্ধিমত্তার মাধ্যমে ঘটনাসমূহের সমাধান বের করে ফেলেন। আর এভাবেই তিনি তাঁর অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে একের পর এক মামলার নিষ্পত্তি করেন। ওয়াটসন শার্লক হোমস এর বন্ধু, সহকারী এবং এক সময়ের ফ্ল্যাটমেট ছিলেন। ওয়াটসন নিতান্তই একজন ভদ্রলোক ও অত্যন্ত বিচক্ষণ।
×