কারিনা কাপুর ও সাইফ আলি খান অবসর যাপনের জন্য মালদ্বীপে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন স্থানে ঘুরছেন তারা। সাইফের চেয়ে বোধহয় কারিনা এবারের ভ্রমণ বেশি উপভোগ করেছেন। কিছুক্ষণ পর পর এ অভিনেত্রী সেখানকার ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কারিনা সাগরের মাঝে ইয়টে বসে রোদ পোহাচ্ছেন। সে ছবি প্রকাশ করে অনুরাগীদের নজর কেড়েছেন।এবার মালদ্বীপ ভ্রমণে গিয়ে কারিনা মেকআপ ছাড়া ছবিও প্রকাশ করেছেন। এ তারকা দম্পতির সঙ্গে তাদের দুই ছেলে তৈমুর আলি খান এবং জেহ আলি খান সঙ্গে ছিল। সেখানে তারা সবাই মিলে দীপাবলীও উদযাপন করেছিলেন। শনিবার কারিনা ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতে তার সঙ্গে সাইফকেও দেখা গেছে।কারিনা জানিয়েছেন এবারের মালদ্বীপ ভ্রমণের সময় তিনি যেসব সেলফি তুলেছেন তাতে কোনো মেকআপ ব্যবহার করেননি। সোশ্যাল মিডিয়ায় এ ছবি প্রকাশের পর তাতে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাট মন্তব্য করেছেন।
রিনার ফিল্টার ছাড়া এবং মেকআপ বিহীন ছবিও ভক্তদের মুগ্ধ করেছে। অনেকেই মন্তব্যে কারিনার প্রতি তাদের ভালোবাসার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমাদের একজন কারিনা রয়েছেন। তিনি সব কিছুতেই সেরা। তার মেকআপ ম্যান এবং হেয়ার স্টাইলিস্ট থাকতেও ন্যাচারাল লুকের ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন’।
রাজু