ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ৩০ জুন ২০২২; আপডেট: ১৯:১২, ৩ জুলাই ২০২২

আজীবন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম

খুরশীদ আলম

বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী খুরশীদ আলম আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন আজস্টার প্লাস কমিউনিকেশন পারফরমেন্স এ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে

অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা ও বিশেষ অতিথি বরেণ্য গীতিকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন

আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও পরিচালক নাজমুল খানখুরশীদ আলম বলেন, আলহামদুলিল্লাহ, বেশ ভাল লাগছে আবারও আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছিআয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালবাসাসেইসঙ্গে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভাল রাখেন, সুস্থ রাখেন আমাকে, আমার পরিবারের সবাইকে

উল্লেখ্য ১৯৬৭ সালে বেতারে গান গাওয়ার সুযোগ হয় খুরশীদ আলমের১৯৬৭ সালে আজাদ রহমানের সুরে জেবুন্নেসা জামানের লেখা চঞ্চল দুনয়নও কবি সিরাজুল ইসলামের তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলামদুটি গান বেতারের জন্য রেকর্ড করা হয়গান দুটি প্রচারের পর হৈ চৈ পড়ে যায়এরপর পরই সুযোগ মিলল বাবুল চৌধুরীর নির্দেশনায় আগন্তুকচলচ্চিত্রে প্লে-ব্যাক করার

×