
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নবনির্বাচিত সভাপতি হয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের ত্বোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবদুল্লাহ আল মুঈন।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। পরে সদস্যদের পরামর্শক্রমে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) ওই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
এসময় কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
জানা যায়, শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু নাসের ত্বোহাকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথবাক্য পাঠ করান আজিজুর রহমান আজাদ। পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে আবদুল্লাহ আল মুঈনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি আবু নাসের ত্বোহা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য সাবেক শাখা সভাপতি ফখরুল ইসলামসহ শাখার সাবেক সভাপতিবৃন্দ।
শহীদ