ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চার লিটার রং করতে ৬৫৮ মিস্ত্রি

আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

প্রকাশিত: ০০:১১, ৮ জুলাই ২০২৫; আপডেট: ০০:১২, ৮ জুলাই ২০২৫

চার লিটার রং করতে ৬৫৮ মিস্ত্রি

চার লিটার রং করতে ৬৫৮ মিস্ত্রি

বিদ্যালয়ের একটি দেওয়াল রং করতে হবে। লাগবে চার লিটার রং। আর এই সামান্য কাজের জন্য নেওয়া হয়েছে ২৩৩ জন মিস্ত্রি। এদের মধ্যে ৬৫ জন রাজমিস্ত্রি ও ১৬৮ জন সহযোগী। এর জন্য খরচ ধরা হয় ১ লাখ ৭ হাজার ভারতীয় রুপি! আরেকটি বিদ্যালয়ের চারটি দরজা ও ১০টি জানালা রং করতে নেওয়া হয়েছে ৪২৫ জন মিস্ত্রি। ২০ লিটার রং ব্যবহার করবেন তারা। এতে খরচ ধরা হয়েছে দুই লাখ তিন হাজার রুপি। সব মিলিয়ে একটি দেওয়াল ও ১৪টি দরজা-জানালা রং করতে লেগেছে ৬৫৮ জন মিস্ত্রি।
ভারতের মধ্য প্রদেশে দুই বিদ্যালয়ের সংস্কার কাজে এমন বেহিসাবি খরচের বিল-ভাউচার এখন ভারতের নেটমাধ্যমে ভাইরাল। যা নিয়ে ইতোমধ্যে শোরগোল পড়েছে।
কলকাতার সংবাদমাধ্যম জানিয়েছে, বিদ্যালয় দুটির একটি মধ্যপ্রদেশের শাহদোল জেলার সাকান্দি গ্রামে। আর দ্বিতীয়টি নিপানিয়া গ্রামে। এই দুই বিদ্যালয়ে রঙের কাজের বিলের ছবি প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে।
বিল দুটির ছবিতে দেখা যাচ্ছে, দুই বিদ্যালয়েই রঙের কাজ করেছে ‘সুধাকর কনস্ট্রাকশন’ নামে একটি নির্মাণ সংস্থা। বিল তৈরি হয়েছে চলতি বছরের ৫ মে। নিপানিয়া গ্রামের বিদ্যালয়টির বিলে দেখা যাচ্ছে, সেটি বিল তৈরি হয়েছে মাসখানেক আগে। তাতে অনুমোদন দিয়েছেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ। 
এ বিষয়ে গণমাধ্যমটি জেলা স্কুল পরিদর্শক ফুল সিংহ মারপাচির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তদন্ত করে দেখা হচ্ছে। ফুল সিংহ বলেন, দুটি স্কুলের বিলের ছবি ভাইরাল হয়ে গেছে। তদন্ত চলছে। তথ্য-প্রমাণ সঠিক পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।- আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

প্যানেল হু

×