
কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক আবিরুজ্জামান।
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জাতীয় ছাত্র ও যুব সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (USAB) আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। সদ্য ঘোষিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিল্লাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবিরুজ্জামান।
সংগঠনের ঘোষণাপত্র অনুযায়ী, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইম আল মামুন ও ওয়াহিদুজ্জামান রুমি, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আসিফুর রহমান ও নাইমা আক্তার। সাংগঠনিক সম্পাদক পদে আছেন মো. রাকিব হোসেন, মোর্শেদ আলম মুরাদ ও মেহেনাজ জামান মৌ।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, শিক্ষাজীবনে নানাবিধ সমস্যা যেমন উপবৃত্তি, সেশনজট নিরসন, ক্যাম্পাসে সহনশীল পরিবেশ নিশ্চিত করাসহ জেলা ভিত্তিক ছাত্রকল্যাণ সমিতির মধ্যে সমন্বয় সাধন।
এছাড়াও, সংগঠনটি করোনাকালীন সময়, বন্যা কিংবা জাতীয় দুর্যোগে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। “পথশিশুদের জন্য ক্যাম্পাসভিত্তিক স্কুল চালু, শিক্ষা উপকরণ বিতরণ এবং রক্তদান কর্মসূচি” তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (USAB) এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো — দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তিক ছাত্রকল্যাণ সমিতি ও ছাত্রভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে একটি ছাতার নিচে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে করে যৌথভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যায়।
কমিটির সভাপতি মাহমুদুল হাসান মিল্লাত বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তাদের ন্যায্য সুযোগ-সুবিধা ভোগ করবে, বৈষম্যের শিকার হবে না। USAB হচ্ছে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, আর আমাদের এই পথচলা হবে সংহতি, সহানুভূতি আর সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ।"
সাধারণ সম্পাদক আবিরুজ্জামান বলেন, "আমাদের এজেন্ডা খুব স্পষ্ট—একটি জাতীয় প্ল্যাটফর্মে দেশের সকল ছাত্র কল্যাণ সংগঠনকে ঐক্যবদ্ধ করা, এবং সার্বিকভাবে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা। আমাদের এই যাত্রা হবে সমন্বয়ের, স্বচ্ছতার ও সেবার।"
অভিজ্ঞতা, উদ্দীপনা ও ঐক্যবদ্ধতার ভিত্তিতে এই নেতৃত্ব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে—এমনটাই বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা।
নুসরাত