ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এশিয়ার জন্য ভারত একটা হুমকিস্বরূপ দেশ: চৌধুরী হাসান সারওয়ার্দী

প্রকাশিত: ০৪:৫০, ১৮ মে ২০২৫

এশিয়ার জন্য ভারত একটা হুমকিস্বরূপ দেশ: চৌধুরী হাসান সারওয়ার্দী

ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (লে.জে.অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ভারতকে এশিয়ার জন্য একটি হুমকিস্বরূপ দেশ হিসেবে মন্তব্য করেছেন।

ইউটিউবভিত্তিক একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত নিঃসন্দেহে ছোট ছোট রাষ্ট্রগুলির জন্য একটা থ্রেট। তবে ভারতের এই থ্রেড তো আমাদেরকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে। এককভাবে ভারত আমাদের সাথে বৈরি সম্পর্ক সৃষ্টি করবে, এটাও আমি মনে করি না। আমাদের কিন্তু বন্ধুর অভাব নাই এই মুহূর্তে এবং ভূরাজনৈতিকভাবে আমাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য।’

পাকিস্তান-ভারত যুদ্ধ হলে এর পরিণতি কেমন হতে পারে, এমন প্রশ্নে চৌধুরী হাসান আরও বলেন, ‘পাকিস্তান-ভারত যুদ্ধ তো ধরেন স্বাভাবিক যুদ্ধ হবে না। দুইটাই নিউক্লিয়ার রাষ্ট্র। তো দুইটা রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। তা আমি সেটা আশা করি না। আমার মনে হয় দুইটাই সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র। তবে নিঃসন্দেহে পাকিস্তান সেনাবাহিনী অনেক বেশি প্রশিক্ষিত এবং তাদের মনোবল অনেক উচ্চ।’

এছাড়া, ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ শুধু তাদের মধ্যে সীমিত থাকবে, সেটাও আমি আশা করি না’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওদিকে সেন্ট্রাল এশিয়া, এদিকে আরব সাগর, শেষ পর্যন্ত এর এফেক্ট এই আমাদের ছোট ছোট রাষ্ট্রের উপরেও এসে পড়বে। আমি চাইনা দুইটা রাষ্ট্র যুদ্ধে জড়িত হোক।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=ZIOUn9xcuQ8

রাকিব

×