ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয় ৪০ গবেষক নিয়ে কর্মশালা

রোকন বাপ্পি

প্রকাশিত: ১৯:০৬, ৭ ডিসেম্বর ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয় ৪০ গবেষক নিয়ে কর্মশালা

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক জাঁকজমকভাবে আয়োজিত হলো গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪। ২দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান কর্মসূচিটি ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সম্পন্ন করা হয়। ৪০ জন চলমান প্রকল্পের গবেষকদের আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে। তাদের উৎসাহ, উদ্দীপনা ও উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি এবং নানাবিধ সাজসজ্জায় নেচে ওঠে সেদিন পুরো ইনস্টিটিউট। সম্প্রতি দুদিনব্যাপী এ অনুষ্ঠানসূচি পালিত হয়।
নজরুল গবেষণাভিত্তিক এ কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। পাশাপাশি দুই দিনের কর্মশালায় প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটটির অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম ও কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারী। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনে গবেষণা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ হয়েছে নজরুল নিয়ে গবেষণা করার। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে তোমরা গবেষণা প্রকল্প পেয়েছ। তারই কাজ করবে। গবেষণার যে মেথডটা তোমরা এখান থেকে শিখবে সেই মেথডের জ্ঞানগুলো তোমরা তোমাদের গবেষণায় প্রয়োগ করে নজরুল সম্পর্কে একটা সত্য উপস্থাপন করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস। আজকের এই কর্মশালা তোমাদের জ্ঞান অন্বেষণের সেই পথকেই সুগম করবে এবং এখান থেকে অর্জিত শিক্ষাগুলো তোমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে। বিশ্বিবদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গবেষক মো. রোকনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে একটি পরিপূর্ণতার নাম গবেষণা। নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে যা অর্জনের সুযোগ হলো। সুযোগ হলো নামের পাশে গবেষক শব্দটি অ্যাড করার। আমার উত্তরোত্তর পথচলায় ও সফলতায় সর্বদা সকলের সহযোগিতা কামনা করি। ২ দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার প্রথম দিনে (২৬ নভেম্বর) ১৯ জন এবং দ্বিতীয় দিনে (২৮ নভেম্বর) বাকি আরও ২১ জন গবেষক অংশগ্রহণ করেন এ অনুষ্ঠানে। এ সময় অনুষ্ঠানের উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একঝাঁক তরুণ গবেষক সংগীতের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের। দিনভর নজরুলের সাহিত্য নিয়ে নানাবিধ চর্চা ও গবেষণা রীতি পদ্ধতি সম্পর্কিত জ্ঞান অর্জনের মাধ্যমে উচ্ছ্বসিত এবং নজরুল গবেষণায় প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হয়ে বাড়ি ফেরে অনুষ্ঠানে আমন্ত্রিত সকল গবেষক।

×