ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় ছুরিকাঘাত, আহত ৪

প্রকাশিত: ০৪:৩০, ৩০ নভেম্বর ২০২৪

ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়ায় ছুরিকাঘাত, আহত ৪

ছবি: সংগৃহীত।

ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ছুরির আঘাতে চার কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) এবং মো. শাহীনের ছেলে রিজন (১৬)। সবাই স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কয়েক দিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে নিলয় নামে এক কিশোর ‘হা হা’ রিয়েক্ট দেয়। শুক্রবার রাতে অমিতসহ ৬-৭ জন কিশোর সোনাপুর ইসলামি সেন্টারের সামনে নিলয়ের কাছে ওই রিয়েক্টের কারণ জানতে চায়। তখন বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে নিলয় পকেট থেকে ছুরি বের করে অমিতসহ বাকিদের ওপর হামলা চালায়। এতে চার কিশোর আহত হয়।

গুরুতর আহত রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় উপস্থিত আবদুল্লাহ আল মামুন শাহী জানান, "বিগত একটি ঘটনা নিয়ে নিলয়ের সঙ্গে অমিতের ঝামেলা ছিল। সেই কারণে নিলয় কিছুদিন আগে অমিতের ফেসবুক পোস্টে 'হা হা' রিয়েক্ট দেয়। শুক্রবার রাতে ওই রিয়েক্টের বিষয়ে জানতে চাইলে নিলয় ক্ষিপ্ত হয়ে ছুরি নিয়ে হামলা করে।"

আহত রিজন জানান, "আমরা নিলয়কে কিছু বলিনি, অমিত ভাই শুধু জানতে চেয়েছিলেন কেন ‘হা হা’ রিয়েক্ট দিয়েছে। এতেই সে রেগে গিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়।"

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটকের জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

নুসরাত

×