ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম 

কুবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:৩৩, ১৪ নভেম্বর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চালু হচ্ছে এমফিল ও পিএইচডি  প্রোগ্রাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৮২ তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার। 

 

জানা যায়, অ্যাকাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক যে বিভাগগুলো পিএইচডি ও এমফিল প্রোগ্রাম চালু করতে চায় সে বিভাগগুলো নিজেদের সক্ষমতার বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তির মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবুর রহমান মজুমদার বলেন, 'আমাদের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় রেগুলার এজেন্ডার পর সম্পূরক এজেন্ডা হিসেবে বিষয়টি এসেছে। অ্যাকাডেমিক কাউন্সিল সভা এবং সিন্ডিকেট থেকে অনেক আগেই এমফিল এবং পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন ছিল। এতদিন উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান উপাচার্য স্যার উদ্যোগ নিয়েছেন। আমাদের বিভাগগুলোর যদি সক্ষমতা থাকে তাহলে তারা যেন আমাদেরকে জানায়। সকল বিভাগের প্রস্তুতির কথা বিবেচনায় এনে আমরা কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে যাব। এরপর আমরা ভর্তির মতো বিজ্ঞপ্তি দেব, যারা আবেদন করার এবং নিয়ম অনুযায়ী তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করব।'


 

তাবিব

×