ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

স্কুলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, লটারিতে হবে বাছাই

প্রকাশিত: ১৩:২৭, ৪ নভেম্বর ২০২৪

স্কুলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, লটারিতে হবে বাছাই

ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল, মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে নতুন বছরের জন্য অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে।

আগামী ১২ নভেম্বর,ভর্তিতে ১২ নভেম্বর সকাল ১১টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 
আবেদনের মেয়াদ শেষে আগামী ঢাকা মহানগরীর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তির ফলাফল ঘোষণা করা হবে।

তিনি বলেন, এখন স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের চাহিদা দিচ্ছেন। যা ৮ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।"
আবেদনের জন্য https://gsa.teletalk.com.bd/ লিংকে ঢুকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।

তাজিন

×