ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য সুখবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ১৯:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১৯:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার্থীদের জন্য সুখবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফি কমানোর সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়।

অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহালের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এসব ক্ষেত্রে পুনর্নির্ধারিত ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এই ফি কার্যকর হবে। 

রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭তম সভার অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে কার্যকর হবে।

 

এম হাসান

×