ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রাথমিক নিয়ে নতুন সিদ্ধান্ত, থাকছে না বৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ১৬:৩০, ৮ আগস্ট ২০২৩; আপডেট: ১৬:৩৪, ৮ আগস্ট ২০২৩

প্রাথমিক নিয়ে নতুন সিদ্ধান্ত, থাকছে না বৃত্তি পরীক্ষা

ফাইল ছবি।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) এবং জেএসসি ও জেডিসির মতো প্রাথমিকের বৃত্তি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।

মঙ্গলবার (৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও উপস্থিত ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। 

তিনি বলেন, এটি একটি আন্তঃমন্ত্রণালয় সভা ছিল। শিক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন। আমাদের প্রতিমন্ত্রী স্যার সভায় সভাপতিত্ব করেন। সেখানে এই বৃত্তি নিয়ে সিদ্ধান্ত হয়। বৃত্তি পরীক্ষা না থাকলেও ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

আরও পড়ুন >>  আর্থিক অনুদান, যেসব কাগজপত্র লাগবে শিক্ষার্থীদের 

তবে বৃত্তি প্রদানে কী কী মানদণ্ড থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি জানিয়ে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এটুকুই জানানো হয়েছে।

এমএম

×