
বহিস্কারকৃত ইবির ছাত্রী
- আর সময় বাড়ানো হবে না
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচ ছাত্রীকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। একইসঙ্গে তাদের বিষয়ে কেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না এ মর্মে ৭ কার্যদিবস সময় বেঁধে দিয়ে অভিযুক্তদের শোকজ করা হয়।
গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিন্যান্স বিভাগের তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া আক্তার শোকজের জবাব দেন। অন্যদিকে গত ১৫ মার্চ ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরি অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন ঊর্মি একমাস সময় বৃদ্ধি চেয়ে আবেদন করেন। একইসঙ্গে তারা তদন্ত কমিটির কপি ও হাইকোর্টের নির্দেশনার নকল কপি চেয়েছিলেন।
তাদের আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত তাদের সময় বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। তবে তাদের চাওয়া নথিগুলো প্রশাসন সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। তিনি জানান, তিনজনকেই ডাকযোগে, বিভাগে ও সরাসরি বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।
বুধবার (২৯ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং- ২১০৫/২০২৩, গত ১লা মার্চ এর নির্দেশনা এবং গত ৪ মার্চে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সুপারিশ অনুযায়ী চাহিত কাগজপত্র সরবরাহ করা গেল না। তবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে চূড়ান্ত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তার লিখিত জবাবদানের জন্য আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো।
এমএস