
ছবি : জনকণ্ঠ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র অনুষদ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজের (ডি ইউনিট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮২৮ জন এবং উপস্থিতির হার ৯০.৩১ শতাংশ।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি কাজ করেছে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ৩টি বিভাগ রয়েছে—
এক. আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ,
দুই. দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং
তিন. আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ।
এছাড়াও কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত হয়ে অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষা নিলেও ধর্মতত্ত্ব অনুষদ স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করছে।
সা/ই