
দুই বিঘা জমি
সিনিয়র শিক্ষক
কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম
বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১. ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন-এর জমি কে নিতে চায়?
ক. রাজা খ. পারিষদ
গ. জমিদার ঘ. বন্ধু
উত্তর : গ. জমিদার
২. উপেনের সব জমি কিভাবে হাত ছাড়া হয়?
ক. বন্যায় খ. মামলায়
গ. নদী ভাঙ্গনে ঘ. ঋণে
উত্তর : ঘ. ঋণে
৩. ‘ভূমির অন্ত নাই’ - এখানে কার ভূমির কথা বলা হয়েছে?
ক. উপেনের খ. জমিদারের
গ. পারিষদের ঘ. চেয়ারম্যানের
উত্তর : খ. জমিদারের
৪. উপেনের জমি নিয়ে রাজার বাগান করার দিকটি কিসের প্রতীক?
ক. বিলাসিতার খ. দখলের
গ. দৈন্যতার ঘ. ভদ্রতার
উত্তর : ক. বিলাসিতার
৫. উপেনের দুই বিঘা জমি কয় পুরুষের স্মৃতি বিজড়িত?
ক. তিন খ. পাঁচ
গ. সাত ঘ. নয়
উত্তর : গ. সাত
৬. ‘আচ্ছা সে দেখা যাবে’- এই উক্তিতে রাজার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. ক্রুদ্ধ খ. উপহাস
গ. বিরক্ত ঘ. নির্দয়
উত্তর : ঘ. নির্দয়
৭. কত মাস পর উপেন ভিটা ছাড়া হয়ে পথে বের হয়?
ক. এক মাস খ. দেড় মাস
গ. দুই মাস ঘ. আড়াই মাস
উত্তর : খ. দেড় মাস
৮. এ জগতে কে বেশী চায়?
ক. যার কম আছে খ. যার প্রয়োজন নেই
গ. যারা শৌখিন ঘ. যার বেশী আছে
উত্তর : ঘ. যার বেশী আছে
৯। কত বছর পর উপনের নিজ গ্রামে ফিরার বাসনা হলো ?
ক. দশ-বার খ. পনেরো-ষোল
গ. ঊনিশ-বিশ গ. চব্বিশ-পঁচিশ
উত্তর : খ. পনেরো-ষোল
১০. উপেন তার দুই বিঘা জমিকে কি বলে ধিক্কার দিয়েছিল?
ক. অকৃতজ্ঞ খ. দেবী-দাসী
গ. নিলাজ কুলটা ঘ. নিলাজ দাসী
উত্তর : গ. নিলাজ কুলটা
১১. উপেনের মনের ব্যথা শান্ত হলো কখন?
ক. পাঁচ রঙা পাতা দেখে
খ. আম গাছ দেখে
গ. আম গাছের নীচে বসে
ঘ. পুষ্পে খচিত কেশ দেখে।
উত্তর : গ. আম গাছের নীচে বসে
১২. ভিটে মাটি ছেড়ে উপেনের সময় কেটেছে-
র) মনোহর তীর্থস্থান দেখে
রর) সমাজের নিষ্ঠুরতা দেখে
ররর) মনোরম বৈচিত্র্যময় দৃশ্য দেখে।
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর.
উত্তর : খ. র ও ররর
১৩. শক্তির দাপটে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করে –
র) সম্পদশালীরা রর) প্রভাবশালীরা
ররর) জ্ঞানীরা।
নিচের কোনটি সঠিক ?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর।
উত্তর : ক. র ও রর
১৪. দুই বিঘে সমান কয় কাঠা?
ক. দশ কাঠা খ. বিশ কাঠা
গ. পঁচিশ কাঠা ঘ. চল্লিশ কাঠা।
উত্তর : ঘ. চল্লিশ কাঠা
১৫. সেই মনে পড়ে, জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নিহিক ঘুম- পংক্তিতে প্রকাশ পেয়েছে-
ক. স্মৃতি কাতরতা খ. হতাশা
গ. স্পর্শকাতরতা ঘ. দেশপ্রেম।
উত্তর : ক. স্মৃতি কাতরতা
১৬.‘দুই বিঘা জমি’ কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত?
ক. চিত্রা খ. মানসী
গ. গীতাঞ্জলী ঘ. কথা ও কাহিনী।
উত্তর : . কথা ও কাহিনী
১৭. “বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ” Ñ এখানে পারিষদ দলের কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক. আনুগত্য খ. পারদর্শিতা
গ. চাটুকারিতা ঘ. বুদ্ধিমত্তা
উত্তর : গ. চাটুকারিতা
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
“সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম মাগো তোমায় ভালবেসে”।
১৮. উদ্দীপকের কবিতাংশের ভাবটি নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে?
ক. সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনারবাড়া
খ. করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যাদেনার ক্ষতে।
গ. মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে
ঘ. বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।
উত্তর : ক. সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনারবাড়া
১৯. আমি শুনে হাসি আঁখি জলে ভাসি,
এই ছিল মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আজ,
আমি আজ চোর বটে!
উপরিউক্ত পংক্তিদ্বয়ে উপেনের মনের কোনভাব প্রকাশ পেয়েছে?
ক. ক্রোধ ও বিরক্তি খ. ঘৃণা ও দ্বেষ
গ. আক্ষেপ ও মনঃকষ্ট ঘ. অসহায়ত্ব ও লজ্জ্বা
উত্তর : গ. আক্ষেপ ও মনঃকষ্ট