
সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
ক) সঠিক উত্তরটি জেনে নেই :
১। প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
ক) আর্থিক সামর্থ্য খ) দৈহিক সামর্থ্য
গ) বংশগত পরিচয় ঘ) বিজ্ঞানের জ্ঞান
উত্তর : ঘ) বিজ্ঞানের জ্ঞান
২। বিজ্ঞান কী?
ক) অনুমান খ) ধারণা
গ) জ্ঞান ঘ) যুক্তি
উত্তর : গ) জ্ঞান
৩। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক) প্রশ্নকরণ খ) অনুমান
গ) পরীক্ষা ঘ) পর্যবেক্ষণ
উত্তর : ঘ) পর্যবেক্ষণ
৪। পরিবহন ক্ষেত্রে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়?
ক) বই খ) থার্মোমিটার
গ) গাড়ি ঘ) সেচ পাম্প
উত্তর : গ) গাড়ি
৫। গাড়ি তৈরিতে কোন বৈজ্ঞানিক জ্ঞানটি কাজে লাগে?
ক) আলোক শক্তি খ) রাসায়নিক শক্তি
গ) তাপ শক্তি ঘ) বিদ্যুৎ শক্তি
উত্তর : খ) তাপ শক্তি
৬। বাসাবাড়িতে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়?
ক) ট্রাক্টর খ) সেচ পাম্প
গ) মাইক্রোস্কোপ ঘ) রেফ্রিজারেটর
উত্তর : ঘ) রেফ্রিজারেটর
৭। নিচের কোনটি সরল প্রযুক্তি?
ক) থার্মোমিটার খ) চাকা
গ) গাড়ি ঘ) সেচ পাম্প
উত্তর : খ) চাকা
৮। সনাতন কৃষি প্রযুক্তি কোনটি?
ক) সেচ পাম্প খ) ট্রাক্টর
গ) ফসল মাড়াই যন্ত্র ঘ) কোদাল
উত্তর : ঘ) কোদাল
৯। জৈব প্রযুক্তি মানুষকে কীভাবে সাহায্য করে?
ক) স্বল্প সময়ে অধিক কাজ করতে
খ) অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে
গ) অধিক ক্ষতিকর পোকামাড় উৎপাদনে
ঘ) দ্রুত কর্মক্ষম যন্ত্র আবিষ্কারে
উত্তর : খ) অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে
১০। নিচের কোনটি প্রযুক্তির ক্ষতিকর ব্যবহারের উদাহরণ?
ক) ইন্টারনেট তথ্য বিনিময়
খ) মোবাইলের অতিমাত্রায় ব্যবহার
গ) টেলিভিশনে খবর দেখা
ঘ) ফ্রিজে খাদ্য সংরক্ষণ করা
উত্তর : খ) মোবাইলের অতিমাত্রায় ব্যবহার
খ) শূন্যস্থান পূরণ কর :
১) খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের - প্রযুক্তির উদ্ভাবন করেছেন।
২) মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো -।
৩) বাস্তব সমস্যা সমাধানের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে -।
৪) মহাকাশ পর্যবেক্ষণের জন্য - যন্ত্র ব্যবহার করা হয়।
৫) বৈজ্ঞানিক - ব্যবহার করে সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।
৬) পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত - ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করাই হলো বিজ্ঞান।
৭) প্রযুক্তি হলো আমাদের জীবনের - সমস্যা সমাধানের জন্য ব্যবহারিক প্রয়োগ।
৮) প্রযুক্তি মানুষের জীবনের - বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে।
৯) - উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনের এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
১০) বিজ্ঞান ও প্রযুক্তির পরস্পরের সাথে - সম্পর্কিত।
১১) - বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এতো নিবিড় ছিল না।
১২) বিজ্ঞানীরা - নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।
১৩) জীবনকে - করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ - উদ্ভাবন করেছে।
১৪) আঠারো শতকে - সমসয়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
১৫) বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ - উদ্ভাবন করেছে।
১৬) প্রযুক্তি উদ্ভাবনে - বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে।
১৭) - সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন।
১৮) বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর -।
১৯) খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের - প্রযুক্তির উদ্ভাবন করেছেন।
২০) - জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছে।
উত্তর :
১) কৃষি ২) জৈব প্রযুক্তি ৩) প্রযুক্তি ৪) দূরবীক্ষণ, ৫) জ্ঞান ৬) তথ্যের ৭) বাস্তব, বিজ্ঞানের ৮) মানোন্নয়নে ৯) বিজ্ঞান ও প্রযুক্তির ১০) নিবিড়ভাবে ১১) অতীতে ১২) প্রকৃতি ১৩) উন্নত, প্রযুক্তির ১৪) শিল্প বিপ্লবের ১৫) বাষ্পীয় ইঞ্জিন ১৬) মানুষ ১৭) দূরবীক্ষণ যন্ত্রের ১৮) নির্ভরশীল ১৯) কৃষি ২০) চাষাবাদের।
গ) প্রশ্নগুলোর উত্তর জেনে নেই :
১। বিজ্ঞানীরা কীভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন?
উত্তর : বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা
করেন। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা
বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। যেমন- পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বিনিময়।
২। প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও।
উত্তর : প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ নিচে দেওয়া হলো :
(র) আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার। যেমন- বন্দুক, বোমা ইত্যাদি।
(রর) বিদ্যুত উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করায় বায়ু দূষিত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
৩। আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর : নিজের প্রয়োজনে, নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করে জীবিকা নির্বাহ করাকে আত্মসংস্থান বলে।